জগন্নাথপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২০
০৪:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০৪:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল সোবহান উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা শিক্ষানুরাগী ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছালিম এম সোবহানের উদ্যোগে করোনাদুর্গত অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় জগন্নাথপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয়ে করোনাদুর্গত ১ হাজার ৭শ পরিবারের মাঝে ১৯ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসাইন, প্রবাসীর চাচাতো ভাই সমাজকর্মী মতিউর রহমান প্রমুখ।
সাহায্য প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসীর চাচাতো ভাই মতিউর রহমান বলেন, মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন, খেটে খাওয়া মানুষ, অসহায় ও দরিদ্র ১ হাজার ৮শ ৫০টি পরিবারের মাঝে নগদ ২০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এএ/আরআর-১১