হাটহাজারী মাদরাসায় বাবুনগরীর স্থলে শেখ আহমদ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৮, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন



হাটহাজারী মাদরাসায় বাবুনগরীর স্থলে শেখ আহমদ

চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী (বড় মাদরাসা) শূরা কমিটির সহযোগী মহাপরিচালকের (নায়েবে মাহতামিম) পদ থেকে মাওলানা জুনাইদ আহমদ বাবুনগরীকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে মাদরাসার সিনিয়র মহাদ্দিস ও প্রবীণ আলেম মাওলানা শেখ আহমদকে। বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব পদে রয়েছেন। শূরা কমিটির বৈঠকে মাদরাসার মহাপরিচালক পদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বহাল রয়েছেন। 

আজ বুবধার (১৭) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদরাসা কার্যালয়ে আয়োজিত শূরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১১ জন শূরা সদস্যের উপস্থিতিতে এ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

মাদরাসা কার্যালয়ে আয়োজিত শূরা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নোমান ফয়জী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা আবুল হাসান, মাওলানা আবুল কাসেম, মাওলানা ওমর ফারুক ও মাওলানা সোহাইব নোমানী।

এনপি-০৪