তাহিরপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২০
০৭:২২ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০৭:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে চুনখলা হাওরে নৌকাডুবিতে এক ফেরিওয়ালা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ ফেরিওয়ালার নাম স্বপন মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়া যুবক প্রতিদিন ছোট ফেরি নৌকায় করে মুদি দোকানের মালামাল গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিক্রি করতেন। বিক্রির কাজ শেষে নৌকা নিয়ে ডাম্পের বাজারে ফেরার পথে চুনখলা হাওরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ হন।
পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় সন্ধ্যায় নৌকাটি উদ্ধার করা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার রাত ৯টা) নিখোঁজ স্বপন মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তাহিরপুর থানার এএসআই আবু মুসা জানান, নিখোঁজ ফেরিওয়ালা স্বপন মিয়াকে উদ্ধারে এলাকাবাসী ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এএইচ/আরআর-১৮