সিলেট মিরর ডেস্ক
জুন ১৮, ২০২০
০৮:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২০
০৮:৪৬ পূর্বাহ্ন
খুলনার প্রবীন চিকিৎসক ডা. আবদুর রকিব খানকে হত্যার নিন্দা ও বিচার দাবি করেছে প্রগতিশীল চিকিৎসক ফোরাম। আজ বুধবার (১৭ জুন) প্রগতিশীল চিকিৎসক ফোরামের সংগঠক ডা. প্রনবেন্দু দেববায় ও ডা. মনীষা চক্রবর্তী এক যুক্ত বিবৃতে এই নিন্দা ও বিচার দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ডা. আবদুর রকিব খান খুলনার অন্যতম একজন প্রবীন চিকিৎসক ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক। তার স্বত্বাধীন রাইসা ক্লিনিকে গতকাল মঙ্গলবার (১৬ জুন) একজন প্রসূতি রোগী অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা পাঠানো হলে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। পরবর্তীতে রোগীর স্বজনরা ডা. আবদুর রকিবের ক্লিনিকে গিয়ে লাঠিসোটা নিয়ে তাকে হামলা করেন ও পরবর্তীতে ডা রকিব লাঠির আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘একজন প্রসূতি রোগীর মৃত্যুর পেছনে তার শারীরিক পরিস্থিতি, সন্তান জন্মদানের সময় রক্তক্ষরণসহ নানা সমস্যা থাকতে পারে। এমনকি যদি চিকিৎসক বা ক্লিনিকের কোনো ভুল সেখানে থেকে থাকে, তাতে রোগীর স্বজনরা আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু একজন প্রবীণ চিকিৎসককে এভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা মানে দেশের স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সবার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা। করোনা মহামারির সময় যে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সারাদেশে মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে তাদের জীবনের নিরাপত্তা না দিতে পারলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে।’
নেতৃবৃন্দ অবিলম্বে ডা. রকিব এর হত্যায় জড়িত সকলকে গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একইসাথে সারাদেশে স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এনএইচ/এনপি-১২