তাহিরপুরে এখনও মেলেনি নিখোঁজ যুবকের সন্ধান

তাহিরপুর প্রতিনিধি


জুন ১৮, ২০২০
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
১১:৩৫ অপরাহ্ন



তাহিরপুরে এখনও মেলেনি নিখোঁজ যুবকের সন্ধান

ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে চুনখলা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ফেরিওয়ালার সন্ধান এখনও পাননি উদ্ধারকারীরা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেই সিলেট ফায়ার স্টেশন সার্ভিসের টিম লিডার গোলাম আজমের নেতৃত্বে ২ জন ডুবুরি উদ্ধার কাজে নামেন।

সিলেট ফায়ার স্টেশন সার্ভিসের টিম লিডার গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেই নিখোঁজ যুবকের সন্ধানে নামা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার সন্ধান মিলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তাহিরপুর থানার এএসআই আবু মুসা জানান, সিলেট থেকে আসা ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সন্ধান চালিয়ে নিখোঁজ ফেরিওয়ালা স্বপন মিয়াকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৭ জুন) তাহিরপুরের চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হোন ফেরিওয়ালা স্বপন মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর পুত্র।

 

এএইচ/আরআর-০৬