কাশ্মীরে সেনাদের গুলিতে ৮ 'জঙ্গি' নিহত

সিলেট মিরর ডেস্ক


জুন ১৯, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২০
০৯:৩১ অপরাহ্ন



কাশ্মীরে সেনাদের গুলিতে ৮ 'জঙ্গি' নিহত

জম্মু-কাশ্মীর রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আট জঙ্গি নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভ বলেছে, বৃহস্পতিবার রাজ্যের সোপিয়ান ও পাম্পোর এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, পাম্পোরে একটি মসজিদের ভিতরে আত্মগোপন করে আছে কিছু জঙ্গি। সেই খবর পেয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের মসজিদে থাকা গোপন ডেরা থেকে বের করে আনার জন্যে কাঁদানে গ্যাস ছোঁড়ে সেনারা। তারপরেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় জঙ্গিরা। তারা মসজিদ থেকে বেরিয়েই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। এসময় সেনাদের পাল্টা গুলিতে নিহত হয় ৩ জঙ্গি।

এছাড়া বৃহস্পতিবার সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয়েছে আরও পাঁচ জঙ্গি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার মোট ৮ জঙ্গিকে হত্যা করলো ভারতীয় সেনারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য চেষ্টা চালাচ্ছে কাশ্মীরের বেশ কিছু সংগঠন। এসব সংগঠনের নেতা-কর্মীরা নিয়মিত ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে। কিন্তু ভারতের দৃষ্টিতে এসব স্বাধীনতা আন্দোলনকারীরা তথাকথিত বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি।

বিএ-০৩