নৌকাডুবির তিনদিন পর যুবকের লাশ ভেসে উঠলো হাওরে

তাহিরপুর প্রতিনিধি


জুন ২০, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন



নৌকাডুবির তিনদিন পর যুবকের লাশ ভেসে উঠলো হাওরে

ঘটনার ৩দিন পর সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে চুনখলা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ফেরিওয়ালার লাশ হাওরে ভেসে উঠলো।

আজ শুক্রবার (১৯ জুন) ভোরবেলা নিখোঁজ যুবকের লাশ হাওরে ভাসতে দেখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে নিহতের স্বজনদের কাছে স্বপন মিয়ার মরদেহ হস্তান্তর করে পুলিশ।

তাহিরপুর থানার এএসআই আবু মুসা জানান, গত ২দিন ধরে সিলেট থেকে আসা ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় সন্ধান চালিয়েও নিখোঁজ ফেরিওয়ালা স্বপন মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ শুক্রবার ভোরে নিখোঁজ যুবকের লাশ হাওরে ভেসে উঠে। 

উল্লেখ্য, গত বুধবার (১৭ জুন) তাহিরপুরের চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হোন ফেরিওয়ালা স্বপন মিয়া (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর পুত্র।

এএইচ/বিএ-১১