সিলেট মিরর ডেস্ক
জুন ২০, ২০২০
০২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়েছেন হাসপাতালে ভর্তি থাকা খ্যাতিমান সাংবাদিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী। বর্তমানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কামাল লোহানীর মেয়ে ঊর্মি লোহানী।
করোনায় আক্রান্ত কামাল লোহানী ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার কামাল লোহানীকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার কভিড টেস্টের ফলাফলে কভিড–১৯ পজিটিভ বলা হয়েছে।
ঊর্মি লোহানী জানান, এ পরিস্থিতিতে প্রথমে কামাল লোহানীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু সেখানে কোনো সিট পাওয়া যায়নি।
এর আগে গত ১৮ মে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হলে ২ জুন তাকে বাসায় নেওয়া হয়।
আরসি-০২