নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২০
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৫:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, জেলায় আরও ১১ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর ২ জন, মাধবপুর ৫ জন, বাহুবল ২ জন, নবীগঞ্জে একজন এবং চুনারুঘাটে একজন ।
এনিয়ে জেলায় মোট ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ১৫৮ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন চারজন ।
এনএইচ/বিএ-০৪