সিলেট মিরর ডেস্ক
জুন ২০, ২০২০
০৪:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ২০, ২০২০
০৪:২৩ অপরাহ্ন
ঢাকার আদাবরের একটি হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে করোনা আক্রান্ত রোগী আব্দুল মান্নান খন্দকার (৪১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ শনিবার (২০ জুন) দুপুরে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে সকালে আদাবরের হোসেন হাউজিংয়ের সেন সেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছের থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। ওই অ্যাপার্টমেন্টের ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন এবং সেখানে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন তিনি।
আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে শনিবার (১৯ জুন) রাতে পালিয়ে এসে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী এবং এক ছেলেও করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে রয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
আরসি-০২