দেশে করোনায় মৃত্যু এখনও অনেক কম: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


জুন ২০, ২০২০
০৫:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৫:২৪ অপরাহ্ন



দেশে করোনায় মৃত্যু এখনও অনেক কম: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখনও করোনায় মৃত্যু সংখ্যা কম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় এখনও মৃত্যুর সংখ্যা অনেক কম আছে।

আজ শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৪টায় ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কোভিড-১৯ হাসপাতাল’হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো কোভিড রোগীদের জন্য ব্যবস্থা করেছি। প্রতিটি হাসপাতাল এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আরও আনন্দিত, দেশের অনেক বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা চিকিৎসায়।

 

আরসি-০৬