নাফিস মাশরাফির পর করোনা আক্রান্ত অপু

খেলা ডেস্ক


জুন ২০, ২০২০
০৭:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০৭:৪২ পূর্বাহ্ন



নাফিস মাশরাফির পর করোনা আক্রান্ত অপু

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের জন্য দিন যে আজ বড়ই অপয়া। একের পর এক খারাপ খবর এসে মন খারাপ করে দিচ্ছে ভক্ত সমর্থকদের। প্রথম এলো ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবালের করোনা আক্রান্তের খবর। তারপরই আসে ক্রিকেটপ্রেমীদের হৃদয় চুপসে দেওয়ার মতো আরো বড় খবর। সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজাও করোনায় পজিটিভ।

সেই খবরের রেশ কাটনা কাটতেই এলো আরো একটি খারাপ খবর। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় পজিটিভ হয়েছেন। করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের এই বাঁ-হাতি স্পিনার।

এএন/০৯