দেশে আজ শনাক্ত ৩৫৩১ জন, মৃত্যু ৩৯

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২০
০৪:৩৬ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০৫:১৩ অপরাহ্ন



দেশে আজ শনাক্ত ৩৫৩১ জন, মৃত্যু ৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ লক্ষ ১২ হাজার ৩০৬ জন। এই সময়ে দেশে একদিনে ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬৪ জন।

রবিবার (২১ জুন) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৪৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। আর শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

ব্রিফিংয়ে জানানো হয়, মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও চারজন নারী। আক্রান্তদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন ও বাড়িতে মৃত্যুবরণ করেছেন ৬ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন ও চট্টগ্রাম বিভাগের ১১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

গত ১৮ জুন দেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়।

বিএ-১৭