নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২০
১১:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
১১:৫৬ অপরাহ্ন
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে সিলেট-ঢাকা-লন্ডন বিমানের ফ্লাইট।
আজ রবিবার (২১ জুন) ফ্লাইট চালুর প্রথম দিনেই লন্ডনের উদ্দেশে সিলেট ছাড়লো ১০৯ জন যাত্রী। বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে করে তারা সিলেট ছাড়েন।
রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে বিজি-৪০৬ বিমানের ফ্লাইটে ২৪ জন ও সকাল ৭.৪০ মিনিটে বিজি-৬০৪ বিমানের ফ্লাইটে ৮৫ জন যাত্রী লন্ডনের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন।
সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেন।
আরসি-০৩