শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ২১, ২০২০
১২:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
১২:৪৮ অপরাহ্ন
শহিদ উদ্দিন জিসনু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছিল। গত মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ রবিবার (২১ জুন) তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদ উদ্দিন জিসনু করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন। সেজন্য হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠিয়েছিলেন। আজ রবিবার প্রয়াত শহিদ উদ্দিন জিসনুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।
উল্লেখ্য, শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জের কুঠিরগাঁও গ্রামের মৃত সামছু উদ্দিনের ছেলে।
এসডি/আরআর-০৬