সিলেট মিরর ডেস্ক
জুন ২২, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০১:০২ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। খবরটি আসে গত শনিবার। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
অবশ্য আগে থেকেই অ্যাজমার সমস্যা রয়েছে মাশরাফীর। এখন শ্বাসকষ্ট বেড়েছে। তাই মাশরাফীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার কথা ভাবছে তাঁর পরিবার।
মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, তাঁর শরীর আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া লাগতে পারে।
বিএ-১৪