সিলেট মিরর ডেস্ক
জুন ২২, ২০২০
১০:২০ অপরাহ্ন
আপডেট : জুন ২২, ২০২০
১০:২০ অপরাহ্ন
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সাত সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।
রবিবার (২২ জুন) পুলিশ আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেকের দশ দিনের রিমান্ড চায়।
বিচারক আশেক ইমাম তিন দিনের রিমান্ডের আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান জানান।
তিনি বলেন, রিমান্ড আবেদনে বলা হয় আসামিদের কাছ থেকে লিফলেট, উগ্রবাদী জিহাদি পুস্তক, মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা দেশে মারাত্মক হামলার প্রস্তুতির জন্য গোপন সভা করছিল। এরা এজাহার নামীয়, তাদের আরো অজ্ঞাতনামা সহযোগী রয়েছে। তাদের ধরার জন্য এবং তাদের রাজনৈতিক শীর্ষ নেতা কারা, কি কি নাশকতার পরিকল্পনা করছিল তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
আসামিরা হলেন আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, সোহেল হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হাসান রাজু, রেজাউল ইসলাম ও রবিউল ইসলাম।
এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দক্ষিণখান থানা এলাকা থেকে আটক করে র্যাব।
বিএ-১৮