সিলেট মিরর ডেস্ক
জুন ২৩, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন
হাসপাতালে সিট না পাওয়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন সাংসদ মাশরাফি বিন মুর্তজা। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।
মাশরাফি লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন।’
‘কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন’- বলেন মাশরাফি।
আজ সোমবার (২২ জুন) দুপুরে মাশরাফির রাজনৈতিক সহচর সৌমেন বসু গণমাধ্যমকে জানান, মাশরাফির বুকে একটু ব্যথা হচ্ছে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। শ্বাসকষ্ট হচ্ছে না। তিনি বলেন, ‘যেহেতু তার অ্যাজমার পুরোনো সমস্যা আছে, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবস্থার অবনতি হলে, বিকেলে হাসপাতালে নিয়ে যাব।'
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আজ সোমবার কিছু খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তিনি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন কিংবা তার জন্য সরকারি হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না বলেও গণমাধ্যমে খবর আসে। তবে এসব খবর ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন মাশরাফি।
এনপি-০২