২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩২৪ পুলিশ

সিলেট মিরর ডেস্ক


জুন ২৩, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০১:৪৬ পূর্বাহ্ন



২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩২৪ পুলিশ

 

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩২৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়ালো। 

আজ সোমবার (২২ জুন) পর্যন্ত পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রবিবার (২১ জুন) পর্যন্ত পুলিশের ৩০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭২ জন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২০ জন। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৯ হাজার ৩৭৫ জনকে। আইসোলোশনে আছেন ৩ হাজার ৪৫০ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার (২২ জুন) পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪০৮ জন পুলিশ সদস্য। এরমধ্যে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য আবারও দায়িত্ব পালন শুরু করেছেন।

 

এএফ/০৫