দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ২৩, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে লালন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা পশ্চিমপাড়া বাহ্মণগাঁও গ্রামের মৃত খুশিদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। গত ১০ জুন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ১৭ জুন শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জসিম উদ্দিন জানান, লালন মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়েছে।
এসটি/এনপি-০৯