সুনামগঞ্জে শনাক্ত ৩১

নিজস্ব প্রতিবেদক


জুন ২৩, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন



সুনামগঞ্জে শনাক্ত ৩১

সুনামগঞ্জ জেলার ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ৮২৬ জনের করোনা শনাক্ত হলো। আজ সোমবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এছাড়া আজ সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় ‍সুস্থ হয়েছেন ২৪৪ জন। 

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯১ জনের। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১ হাজার ৮৫৫ জন, হবিগঞ্জের ৪১৩ জন ও মৌলভীবাজারের ২৯৭ জন রয়েছেন। 

বিভাগজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। এরমধ্যে সিলেট জেলার ৪৫ জন, মৌলভীবাজারের চারজন ও হবিগঞ্জের পাঁচজন। 

আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ‍সুস্থ হয়েছেন ৭২৪ জন। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, হবিগঞ্জের ১৭০ জন ও মৌলভীবাজারের ১১৮ জন।  

এনসি/এনপি-১৬