দক্ষিণ সুনামগঞ্জে করোনায় মৃত লালন মিয়ার দাফন সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২৩, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে করোনায় মৃত লালন মিয়ার দাফন সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে হয়ে মারা যাওয়া মো. লালন মিয়া (৪৯) এর দাফন সম্পন্ন হয়েছে। মৃত লালন মিয়া পাগলা পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত খুশিদ আলীর পুত্র।

করোনা আক্রান্ত লালন মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সোমবার (২২ জুন) দিবাগত রাত পৌনে ১১টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা পশ্চিমপাড়ার ব্রাহ্মণগাঁও গ্রাম্য কবরস্থানে তাঁর দাফন করা হয়।

মৃত লালন মিয়ার রবিবার (০৭ জুন) পাগলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হয়। দুই দিন পর (০৯ জুন) মঙ্গলবার লালন মিয়ার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরদিন বুধবার (১০ জুন) সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বৃহস্পতিবার (১১ জুন) সিলেটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দাফনের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক,দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিট অফিসার মো. আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়ীতে এসেছি। পাশপাশি পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন। সরকারি দিক নির্দেশনা প্রদান করে আশপাশের লোকজনদেরকে সামাজিক দুরত্ব বজায়সহ স্বাস্থ্য বিধি মেনে কবর খোড়া থেকে শুরু করে লাশ দাফন পর্যন্ত সবকিছু কঠোরভাবে মানা হচ্ছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জসিম উদ্দিন জানান, মৃত লালন মিয়ার (০৯ জুন) করোনা রিপোর্ট পজেটিভ আসে। প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে আশংকাজনক হওয়ায় তাকে বৃহস্পতিবার (১১ জুন) সিলেটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত লালন মিয়ার লাশ স্বাস্থ্য বিধি মেনে প্রশাসনের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিকে যথাযথ ভাবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে পাগলা পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। পাশপাশি তাঁর পরিবারের লোকজনদেরকে সামাজিক দুরত্ব বজায়সহ স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসটি/বিএ-০৭