দিরাইয়ে পুত্রের হামলায় পিতা আহত

দিরাই প্রতিনিধি


জুন ২৩, ২০২০
১০:৪৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
১০:৪৮ অপরাহ্ন



দিরাইয়ে পুত্রের হামলায় পিতা আহত

সুনামগঞ্জের দিরাইয়ে পুত্রের হামলায় আফসর উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ পিতা গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত পিতাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারী পুত্র কামালকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের কামরিবিচ গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আফসর উদ্দিনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার আপন ভাই লোকমান উদ্দিন ও আব্দুল মান্নানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান আছে। আজকের হামলার পর গ্রামবাসীর হাতে আটক কামাল মিয়া গ্রামবাসীর কাছে বলেছে, তাদের প্রতিপক্ষ লোকমান উদ্দিনের পুত্র সাদিকের স্ত্রী ও আব্দুল মান্নান তাকে ৭ লাখ টাকার প্রলোভন দেখিয়েছে নিজের বাবাকে হত্যা করার জন্য। সেই টাকার লোভে সকাল ১০টার দিকে ঘুমন্ত বাবার উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণে মারার উদ্দেশে হামলা করেছিল সে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হামলাকারী কামাল মিয়াকে আটক করেছে এবং হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হামলাকারী খারাপ প্রকৃতির লোক, সে একজন জুয়াড়ি। নিজেই বাবাকে হত্যার উদ্দেশে হামলা করেছে বলে জানিয়েছে। এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে কি না তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

 

এএইচ/আরআর-০৩