সিলেট মিরর ডেস্ক
জুন ২৩, ২০২০
১১:১৩ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
১১:১৩ অপরাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে স্থগিত থাকা সকল সরকারি চাকরির পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।
বয়সের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সব সরকারি চাকরি পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে এবং শেষও হবে নভেম্বরে।
দেশে গত ৮ মার্চ প্রথম মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমন রোধে মার্চ, এপ্রিল, মে ও জুন এই চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
যার ফলে আটকে গেছে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির ১৩টি পরীক্ষা। এছাড়া পিছিয়ে গেছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, ব্যান্সডকের লিখিত পরীক্ষা। তুলা উন্নয়ন বোর্ডের পরীক্ষা।
এমনকি সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা প্রক্রিয়া থেমে আছে।
তবে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি'র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন, ৩৮তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালু না হলে কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না।
বিএ-১৭