নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২০
০৩:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০৬:৫১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ মঙ্গলবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ৮৭৪ জনের করোনা শনাক্ত হলো। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭৪ জনের। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১ হাজার ৯৫৬ জন, হবিগঞ্জের ৪৬৩ জন ও মৌলভীবাজারের ৩৫৫ জন রয়েছেন।
বিভাগজুড়ে মোট মৃত্যু হয়েছে ৬০ জনের। এরমধ্যে সিলেট জেলার ৪৬ জন, মৌলভীবাজারের চারজন ও হবিগঞ্জের পাঁচজন।
সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৬০ জন, সুনামগঞ্জে ২২৪ জন, হবিগঞ্জে ১৭২ জন ও মৌলভীবাজারে ১৩১ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ৬৩ জন।
এনসি/বিএ-২২