তাহিরপুর প্রতিনিধি
জুন ২৪, ২০২০
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০৬:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩ জন, বড়দল (উ.) ইউনিয়নের ১ জন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ মাঠকর্মী।
উপজেলা স্বাস্থ্য বিভাগ আরও জানান, গতকাল পর্যন্ত তাহিরপুরে করোনা উপসর্গে আক্রান্ত ৩৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এর বিপরীতে পরীক্ষাগার থেকে ৩১১ জনের ফলাফলে ৩৪ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৮ জন এবং ২১টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে।
এএইচ/বিএ-১০