দ্রুত ফুটবল লিগ চান কোচ জেমি ডে

খেলা ডেস্ক


জুন ২৪, ২০২০
০৭:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
১২:৪৬ অপরাহ্ন



দ্রুত ফুটবল লিগ চান কোচ জেমি ডে

করোনার কারণে বন্ধ থাকা ফুটবল লিগ চালুর দাবি জানিয়ে আসছেন ফুটবলাররা। রুটি-রুজির একমাত্র ঘরোয়া লিগ চালু না হওয়ায় ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন তারা।  ফুটবলারদের লিগ চালুর দাবির সঙ্গে সুর মিলিয়েছেন এবার জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। এই ইংলিশ কোচের কথা- ফুটবলের স্বার্থেই নতুন লিগের ঘোষণা দেয়া যেতে পারে। লিগটা শুরু হতে পারে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। যাতে এশিয়ার অন্যান্য লিগের সঙ্গে সামঞ্জস্য থাকে।

এ বিষয়ে এই ইংলিশ কোচ বলেন, ‘আমি মনে করি ফুটবলের স্বার্থেই পরবর্তী লিগের ঘোষণা যত দ্রুত সম্ভব দিয়ে দেয়া উচিত। যাতে দলগুলো গুছিয়ে প্রস্তুতি নিতে পারে।’ এশিয়ার অন্যান্য লিগগুলো বিবেচনায় রেখে নতুন লিগ চালু করা যেতে পারে বলে মনে করেন জেমি, ‘এটা যদি নিরাপদ হয় তাহলে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নতুন লিগ শুরু করতাম যাতে এশিয়ার অন্য লিগগুলোর সঙ্গে একই তালে শুরু করা যায়।’

১৩ মার্চ সবশেষ মাঠে গড়িয়েছিল লিগের ম্যাচ। এরপর করোনার প্রাদুর্ভাবে লিগ স্থগিত করে পরে বাতিলই করা হলো। এখন নতুন লিগ শুরুর কোনো প্রস্তুতি নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।।

এএন/০৮