সুনামগঞ্জে শ্রমজীবীদের ফলমূল দিলেন নাট্যকর্মী

সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২৫, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন



সুনামগঞ্জে শ্রমজীবীদের ফলমূল দিলেন নাট্যকর্মী

কেউ রিকশাচালক, কেউ ফেরিওয়ালা। অনেকের দিনমজুর। শহরের এমন দিনমজুর ৪০ জন শ্রমজীবীকে খুঁজে বের করে তাদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করেছেন সুনামগঞ্জের এক নাট্যকর্মী।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শ্রমিকদের মধ্যে এসব ফলমূল বিতরণ করা হয়। সুনামগঞ্জের নাট্যসংগঠন প্রসেনিয়ামের দলনেতা সাদিকুর রহমান রুবেল তার ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের মধ্যে এসব ফলমূল বিতরণ করেন।

সাদিকুর রহমান রুবেল জানান, করোনাকালে সুস্বাস্থ্য রক্ষা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মৌসুমী ফল খাওয়া জরুরি। কিন্তু করোনায় অবরুদ্ধ শ্রমজীবীরা অসহায় হয়ে পড়েছেন। তাদের দু'মুঠো খাওয়ার সংস্থান করাই এখন কষ্টকর। তাই মৌসুমী ফল খাওয়ার সুযোগ নেই তাদের। এ বিষয়টি চিন্তা করে রুবেল শহরের ৪০ জন শ্রমজীবীর তালিকা করেন। পরে আজ বুধবার দুপুরে শহরের বাধনপাড়ায় তাদের ডেকে এনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শ্রমজীবীদের প্রত্যেককে ১টি কাঁঠাল, ১ কেজি ২৫০ গ্রাম আম, ২টি আনারস ও ২ হালি কলা প্রদান করেন। টাটকা ফল উপহার পেয়ে অবাক হন শ্রমজীবীরা। তারা নাট্যকর্মীকে প্রাণভরে দোয়া করেন।

শ্রমজীবীদের মধ্যে ফলমূল বিতরণকালে উপস্থিত ছিলেন, মো. আকবর আলী, জাকির আলী খান আঙ্গুর, আনোয়ার হোসেন খান প্রমুখ।

 

এসএস/আরআর-০৬