সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন
করোনা পজিটিভ চিহ্নিত হওয়ার পঞ্চম দিনে স্থিতিশীল আছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার অনুজ মোরসালিন বিন মর্তুজারও করোনা পরবর্তী জটিলতা দেখা দেয়নি।
আজ বুধবার সন্ধ্যায় নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি গণমাধ্যমকে বলেন, ‘বাসাতেই আছি। প্রথমদিন থেকে বুকে সামান্য চাপ ছিল। সেটা এখনও আছে। অন্য কোনো সমস্যা নেই।’
এদিকে, করোনা রিপোর্ট পজিটিভ আসা ছোট ভাই মোরসালিনের শারীরিক অবস্থাও ভালো বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘জটিল কোনো উপসর্গ নেই। বাসাতেই আছে।’
উল্লেখ্য, করোনার রিপোর্ট হাতে পাওয়ার পরই দুই সন্তানকে নড়াইলে পাঠিয়ে দিয়েছেন মাশরাফি। ঢাকার বাসায় তাঁর পাশে আছেন স্ত্রী সুমনা হক।
এনপি-২২