হবিগঞ্জ জেলায় শনাক্ত ২৮

নিজস্ব প্রতিবেদক


জুন ২৫, ২০২০
১২:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন



হবিগঞ্জ জেলায় শনাক্ত ২৮

হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার (২৪ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯২ জনে দাঁড়ালো।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৯ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জ উপজেলার ৫ জন, বাহুবলের ২ জন, বানিয়াচংয়ের ২ জন ও লাখাইয়ের ১ জন রয়েছেন। হবিগঞ্জে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ হাজার ২২ জন, সুনামগঞ্জের ৮৯৬ জন ও মৌলভীবাজারের ৩৬৪ জন রয়েছেন। 

এনএইচ/এনপি-২৩