সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৫:৪৭ পূর্বাহ্ন
দখলকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে এক হাজারের বেশি ইউরোপীয় আইন প্রণেতা। ইউরোপের ২৫টি দেশ থেকে ইইউ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা এসব আইন প্রণেতারা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আশা শেষ করে দেবে। সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের আশা জিইয়ে রাখার আহ্বান জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশ পাওয়া ইউরোপীয় আইন প্রণেতাদের এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২০ সালে এসে জোর করে জায়গা দখলের কোনও স্থান নেই আর অবশ্যই এর যথাযথ পরিণতি আছে।’ এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় নেতাদের বিস্তৃত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইন প্রণেতারা।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমরা ইউরোপের আইন প্রণেতারা বিশ্বে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে এবং পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষিত পরিকল্পনার আওতায় জর্ডান উপত্যকা ও পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানের পাশাপাশি ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে ফিলিস্তিনিরা। গত ২৩ জুন ফিলিস্তিনিদের বিক্ষোভে কয়েকটি দেশের বিদেশি কূটনীতিকরাও যোগ দেন।
এএফ/১১