বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সিলেট মিরর ডেস্ক


জুন ২৫, ২০২০
০১:৩৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০১:৩৩ অপরাহ্ন



বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ
১৫ বছরে লুকা রোমেরোর লা লিগায় অভিষেক

ভিনিসিউস জুনিয়র ও সার্জিও রামোসের গোলে ফের বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষ স্থান হারানোর ২৪ ঘণ্টার মধ্যে আবারও  শীর্ষে ফিরল জিনেদিন জিদানের দল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। শিরোপা লড়াইয়ের দুই দলের পয়েন্ট হলো সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পেছনে বার্সেলোনা।
এক দল খেলছে শিরোপার জন্য, আরেক পক্ষ লড়ছে টিকে থাকতে। পয়েন্ট টেবিলের বিস্তর ফারাক মাঠের লড়াইয়ে চোখে পড়ল না। লিগের শুরুর দিকে নবম রাউন্ডে এই মায়োর্কার মাঠেই প্রথম হারের স্বাদ পেয়েছিল রিয়াল। তারা মায়োর্কার মাঠে হেরেছিল ১-০ গোলে।
লড়াই করেও শেষ পর্যন্ত খালি হাতে ফেরা মায়োর্কা একটা রেকর্ড গড়েছে। ম্যাচের ৮৩তম মিনিটে মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সী লুকা রোমেরোকে মাঠে নামায় তারা; লা লিগার ইতিহাসে এর চেয়ে কম বয়সী খেলোয়াড় নেই।
৩১ ম্যাচে ২০ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্টও একই।
এএন/০৩