লা লিগার সর্বকনিষ্ঠ ফুটবলার লুকা রোমেরো

খেলা ডেস্ক


জুন ২৫, ২০২০
০৪:৪৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০৪:৪৭ অপরাহ্ন



লা লিগার সর্বকনিষ্ঠ ফুটবলার লুকা রোমেরো

বয়স মাত্র ১৫ বছর ২১৯ দিন। মেক্সিকোতে জন্ম নেওয়া এই কিশোর খেলেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে। তার খেলার ধরন অনেকটা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতোই। এই জন্য তাকে ‘মেক্সিকান মেসি’ বলেন অনেকেই। তিনি হচ্ছেন ফুটবলের এক ভবিষ্যৎ তারকা লুকা রোমেরো। এবার সেই খুদে মেসি গড়লেন অনন্য রেকর্ড। ৮০ বছরের পুরনো এক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। সব চেয়ে কম বয়সে লুকা রোমেরোর অভিষেক ঘটেছে স্প্যানিশ লা লিগায়।

বুধবার রাতে রিয়াল মায়োর্কার হয়ে এই শীর্ষ লিগের মাঠে নামেন লুকা রোমেরো। এদিন তার বয়স ছিল ১৫ বছর ২১৯ দিন। এর আগে এই সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের। ১৯৩৯ সালে ১৫ বছর ২৫৫ দিন বয়সে স্প্যানিশ লিগে খেলেন স্যানসন। সে হিসাবে ৩৬ দিন কম বয়সে লা লিগার বল স্পর্শ করেছেন লুকা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল লুকা রোমেরোকে। লুকা মাঠে নামার আগেই ০-২ গোলে পিছিয়েছিল তার দল। ২-০ গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। তাই অভিষেকটা সুখকর হয়নি লুকার। 

এএন/০৫