শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ২৫, ২০২০
০৯:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৯:৪৭ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। বুধবার (২৪ জুন) এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- আনোয়ার আলী (৪০), তাজুল ইসলাম (৩০), উজ্জ্বল মিয়া (২৯), খোকন মিয়া (২৬), মর্তুজ মিয়া (৩০), তাজুল ইসলাম (৪০), মো. সুমন মিয়া (২৪), নোমান মিয়া (২৮), আরব আলী (৩৪), সাদেক মিয়া (৩৯), ইসমাইল মিয়া (২৮) ও তাজুল ইসলাম (৪২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বুধবার শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ওই ১২ জনকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-০১