লাৎসিওর জয়রথ থামাল আটালান্টা, ইন্টারের ড্র

খেলা ডেস্ক


জুন ২৫, ২০২০
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০৮:০৫ অপরাহ্ন



লাৎসিওর জয়রথ থামাল আটালান্টা, ইন্টারের ড্র

লিগে টানা রেকর্ড ২১ ম্যাচে অজেয় থাকা থামল লাৎসিওর জয়রথ থামাল আটালান্টা। তাদের জয়ে শিরোপা জয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধানে বেড়ে গেল জুভেন্টাসের। ২৭ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৬২। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান। ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আটালান্টা।

বুধবার রাতের ম্যাচে ১১ মিনিটের মধ্যেই আটালান্টা ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু ম্যাচের সেই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে শিরোপা প্রত্যাশী লাৎসিওকে হারিয়ে ৩-২ গোলে হারায়। ফলে লিগে রেকর্ড ২১ ম্যাচে অজেয় থাকার দৌড় থামল লাৎসিও’র।

মার্টেন ডি রুনের আত্মঘাতী গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে যায় আটালান্টা। ১১ মিনিটে সারগেজ মিলিনকোভিচ-সাভিচের গোলে ২-০ গোলের লিড নেয় লাৎসিও। পরে রবিন গোসেন (৩৮ মিনিটে), রুসলান মালিনোভস্কি (৬৬ মিনিটে) ও হোসে লুইস পালোমিনোর (৮০ মিনিটে) গোলে নিজেদের মাঠে জয় ছিনিয়ে নেয় দলটি।

আটালান্টার এই জয়ে লাভ হয়েছে জুভেন্টাসের। টানা নবমবারের মতো সেরি আ শিরোপা জয়ের পথে পরিস্কর চার পয়েন্টে এগিয়ে রইল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।লিগের অন্য ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলান ৩-৩ গোলে ড্র করেছে সাসুলোর সঙ্গে। তবে এএস রোমা ২-১ গোলে হারিয়েছে সাম্পোদরিয়াকে।

এএন/০৭