সিলেট মিরর ডেস্ক
জুন ২৬, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন
করোনাভাইরাস সঙ্কটে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, “করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
২৪ জুন পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন। এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৭৬৭টি পরিবারের ৬ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬৫০ জন এর উপকারভোগী বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
সরকারি ভাষ্যে বলা হয়েছে, ত্রাণ হিসেবে নগদ ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা। তাতে ৯৫ লাখ ৭৯ হাজার পরিবারের চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার জন উপকৃত হয়েছেন।
এছাড়া শিশুদের খাদ্য কিনতে নগদ ২৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার ২৪ কোটি ২১ লাখ ১৯ হাজার ৬০৬ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এতে ৭ লাখ ৭৭ হাজার ৫২৫টি পরিবারের উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ১৮ হাজার ৪২১ জন।
এনপি-০৪