সিলেট মিরর ডেস্ক
জুন ২৬, ২০২০
০৮:২৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০৮:২৪ পূর্বাহ্ন
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।
সামীম আফজারেল বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
সামীম আফজাল ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সামীম আফজাল দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন।
বিএ-০১