সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে এক জেলে নিহত, নিখোঁজ এক

সিলেট মিরর ডেস্ক


জুন ২৬, ২০২০
০২:৫৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
০৭:৫০ অপরাহ্ন



সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে এক জেলে নিহত, নিখোঁজ এক

সুনামগঞ্জের মধ্যনগরে মাছ ধরার সময় বজ্রপাতে বাবুল মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। বাবুল মিয়া আমজোরা উত্তরপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে। একই ঘটনায় আব্দুল আউয়াল নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন। তার বাবার নাম মৃত সিরাজ মিয়া।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার হারিবন হাওরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উপজেলার কাহালা গ্রামের পাশে হরিবন হাওরে ৭ জন জেলে একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান। এসময় হাওরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রাঘাতে বাবুল মিয়া নৌকা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঝড়োবাতাস ও ঢেউ এবং বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আব্দুল আউয়াল।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের বেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক জেলে মারা যান ও আরেক জেলে নিখোঁজ হন। এ ঘটনায় নৌকায় থাকা ৫ জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

বিএ-০৫