ম্যানচেস্টার সিটির হারে লিভারপুল চ্যাম্পিয়ন

খেলা ডেস্ক


জুন ২৬, ২০২০
১১:২০ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
১১:২০ পূর্বাহ্ন



ম্যানচেস্টার সিটির হারে লিভারপুল চ্যাম্পিয়ন

ইংলিশ প্রিমিয়িার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হারে লিগে তিন দশক পর চ্যাম্পিয়ন হলো লিভারপুল। বৃহস্পতিবার রাতে লন্ডনের স্টামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচে ৩৬ মিনিটে চেলসিকে এগিয়ে নেন পুলিসিক। বিরতির সময় চেলসি ১-০ গোলে এগিয়ে থাকার সময়েই শিরোপা জয়ের সুবাস পাচ্ছিল লিভারপুল। কিন্তু ৫৫ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে গোল করে সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনা।
লিভারপুলের উৎসবের শুরু ৭৮তম মিনিটে। এই সময়ে ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের সফল স্পট কিকে চেলসি ২-১ গোলে এগিয়ে যায়। আব্রাহামের শট ফের্নান্দিনিয়োর হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হ্যান্ডবলের জন্য ফের্নান্দিনিয়ো লাল কার্ড দেখলে ম্যাচে ফেরার কাজটা অনেক কঠিন হয়ে যায় সিটির। বাকি সময় ১০ জনের দল নিয়ে কোনো সুযোগই তৈরি করতে পারেনি সিটি।
৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। দারুণ এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা জাগিয়ে রাখল চেলসি। দিনের আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।
২০১৮ সালে ১০০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। এবার সাত ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন লিভারপুল, তারাও পেতে পারে ১০০ পয়েন্ট। ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট লিভারপুলের, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিটির ৩১ ম্যাচে ৬৩।
এএন/০৩