খেলা ডেস্ক
জুন ২৬, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০৩:৪৪ পূর্বাহ্ন
প্রথমবারের মতো এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা। বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে থাকা ব্রাজিল ও জাপান নিজেদের সরিয়ে নিলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেই স্বাগতিক হিসেবে নির্বাচন করে ফিফা। যদিও লড়াইয়ে ছিল কলম্বিয়া। এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ সালের জুলাই-অগাস্টে হবে নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।
ভিডিও কনফারেন্সে ফিফা কাউন্সিল সদস্যদের ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী কলম্বিয়াকে ২২-১৩ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড। এই প্রথম দুই কনফেডারেশনের যৌথ আয়োজনে হতে যাচ্ছে নারী বিশ্বকাপ।
এই টুর্নামেন্টে প্রথম ৩২ দলের অংশগ্রহণে হবে বিশ্বকাপ। গত দুটি আসরে ছিল ২৪ দল। ফ্রান্সে হওয়া ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জেতে যুক্তরাষ্ট্র।
এএন/০৪