হবিগঞ্জে ইন্টারনেট ছাড়াই অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা


জুন ২৬, ২০২০
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
০৩:০৯ অপরাহ্ন



হবিগঞ্জে ইন্টারনেট ছাড়াই অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ

ইন্টারনেট সুবিধা ছাড়াও যেন শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারে সেজন্য হবিগঞ্জে ক্যাবল টিভিতে অনলাইন ক্লাস প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা শিক্ষা কার্যালয়ের এই উদ্যোগে সহযোগিতা করছেন জেলা প্রশাসক।

স্থানীয় এয়ারলিংক ক্যাবল টিভিতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর অন লাইন ক্লাসগুলো প্রচার করা হবে। এয়ার লিংকের নিজস্ব এই চ্যানেলে প্রতিদিন সকালেই স্ক্রলে দেওয়া হবে ক্লাসের রুটিন। পর্যায়ক্রমে উপজেলায় অবস্থিত বিভিন্ন ক্যাবল অপারেটরের মাধ্যমেও এভাবে ক্লাস প্রচার করা হবে। 

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এই ক্লাস সম্প্রচার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত এবং এয়ার লিংকের চেয়ারম্যান নুুর উদ্দিন জাহাঙ্গীর।

এসডি/বিএ-০৭