সিলেট মিরর ডেস্ক
জুন ২৬, ২০২০
১১:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
১১:৩৬ অপরাহ্ন
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বর্তমানে ঢাকার সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার নিজেই এ তথ্য জানিয়ে বলেন, ‘গত ২২ তারিখ আমার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। ২৪ তারিখ রিপোর্ট পজিটিভ আসে। জ্বরসহ কিছু উপসর্গ রয়েছে। তবে জ্বর আগের তুলনায় কম। আমার পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা আজ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।’
দেশে এ পর্যন্ত ১৬ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো নারী সংসদ সদস্যের আক্রান্ত হওয়ার খবর এল এই প্রথম।
আক্রান্তদের মধ্যে তিনজন সরকারের মন্ত্রিসভার সদস্য। এছাড়া টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুর পর জানা যায়, তিনিও কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
একমাত্র মোকাব্বির খান ছাড়া আক্রান্তদের সবাই আওয়ামী লীগের সংসদ সদস্য। তাদের কয়েকজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বিএ-১৪