হবিগঞ্জে শনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদক


জুন ২৬, ২০২০
০৮:২০ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন



হবিগঞ্জে শনাক্ত ১৫

হবিগঞ্জে আজ শুক্রবার (২৬ জুন) ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। 

তিনি বলেন, 'আজ শুক্রবার জেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।' আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৩ জন এবং বাহুবলের দুইজন জন।’ 

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩৭ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন এবং সুস্থ হয়েছেন ১৮৮ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০৯২ জন, সুনামগঞ্জে ৯৩২ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন।  

এনএইচ/এনপি-০১