এমসি কলেজ সংবাদদাতা
জুন ২৭, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫টি ইউনিয়নের অধিবাসীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
সকাল সাড়ে এগারোটায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে মানববন্ধনের মধ্যদিয়ে শুরু হয় সেচ্ছাসেবী সংগঠনটির মূল কর্মসূচি। পরে জুমার নামাজের পর জগদল ইউনিয়ন কমপ্লেক্সের সামনে করা হয় ২য় মানববন্ধন । রোকেয়া কাদির ঈদগাহ ময়দানে হয় ভাটিপাড়া ইউনিয়নের মানববন্ধন। চরনাচর ইউনিয়নের পক্ষ থেকে করা মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ইউনিয়নের শ্যামারচর বাজারে। আর বিকেল ৪টায় আঁকিলশাহ্ বাজারে করা হয় কুলঞ্জ ইউনিয়নের মানববন্ধন।
ভাটির মানুষের অধিকার নিয়ে কথা বলা সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনটিতে বৃষ্টিস্নাত দিনেও প্রচুর মানুষের আগমন ঘটে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধনে আসা এসব মানুষ ‘কোনো কারণ ছাড়াই’ ঘন ঘন লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ‘কোনো টাল-বাহানা’ ছাড়াই দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাখাওয়াত শাহিদ বলেন, ‘উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আজকে পাঁচটি ইউনিয়নে মানববন্ধন করা হয়েছে। আগামী ২-৩ দিন বাকি চারটি ইউনিয়নেও মানববন্ধন করা হবে। পরবর্তীতে সকলকে নিয়ে উপজেলার দিরাই বাজারে বৃহদাকারে আরেকটি মানববন্ধন করা হবে। কর্তা ব্যক্তিদের জবাবদিহিহীনতা আর স্বেচ্ছাচারিতার ফলে লোডশেডিংয়ে এলাকার মানুষ অতিষ্ঠ উল্লেখ্য করে শাহিদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না এসব সমস্যার সমাধান হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।’
এএ/এনপি-০৭