সিলেটে রথযাত্রা উৎসবের চতুর্থ দিন সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


জুন ২৭, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



সিলেটে রথযাত্রা উৎসবের চতুর্থ দিন সম্পন্ন

ফাইল ছবি

সিলেট নগরের ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবের চতুর্থ দিন সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতিতে বৃষ্টিকে উপেক্ষা করেও দুপুর থেকেই মন্দিরে জগন্নাথকে একনজর দেখার জন্য একে একে আসতে শুরু করে ভক্ত-দর্শনার্থীরা।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সীমিত পরিসরে প্রবেশের সুযোগ থাকলেও বেলা ১১ টার পর ভক্ত-দর্শনার্থীরা আসতে শুরু করে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর সংখ্যাও ছিল আগের দিনের চেয়ে অনেক। এরমধ্যে দুপুরে রাজভোগ দর্শনের সময় নানা বয়সের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। সামাজিক দুরত্ব বজায় রেখে জগন্নাথকে দর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবারের ৯ দিনব্যাপী রথযাত্রায় নির্দিষ্ট সময়ে জগন্নাথদেবকে দর্শন করার পাশাপাশি প্রতিদিন জগন্নাথের মহিমা কীর্ত্তন, ভজন কীর্তন, গৌর সুন্দরের আরতিসহ নানা আয়োজন রয়েছে।

আরসি-১০