খেলা ডেস্ক
জুন ২৭, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
আগামী মৌসুম ২২ দল নিয়ে হলে লিগ ওয়ানে থেকে যাওয়ার সুযোগ ছিল আমিয়াঁ ও তুলুজের। তবে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন পরের মৌসুমে ২০ দলই রাখায় শীর্ষ লিগ থেকে অবনমন হলো দল দুটির। আদালতের দেওয়া আগামী মৌসুমের ফরম্যাট পুনর্বিবেচনার পরামর্শ আমলে নেয়নি লিগ কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে শুক্রবার নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ফরাসি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত এপ্রিলে লিগ ওয়ানের চলতি মৌসুম বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে। একই সঙ্গে দুটি করে ক্লাবের অবনমন ও উত্তরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে অলিম্পিক লিওঁ, আমিয়াঁ ও তুলুজের লিগ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল খারিজ করে দেয় ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। একই সঙ্গে অবনমনের সিদ্ধান্ত বাতিল করে লিগ কর্তৃপক্ষকে আগামী মৌসুমের ফরম্যাট পুনর্বিবেচনা করতে বলেছিল আলাদত। তবে লিগের ক্লাবগুলো ২০২০-২১ মৌসুমে ২০ দল রাখার পক্ষে ভোট দিয়েছে
এএন/৩