পিএসজি চ্যাম্পিয়ন হলে সেরা হবে নেইমার, কাকা

খেলা ডেস্ক


জুন ২৭, ২০২০
০১:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
০১:০৮ অপরাহ্ন



পিএসজি চ্যাম্পিয়ন হলে সেরা হবে নেইমার, কাকা

লিওনেল মেসির ছায়া থেকে বেরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। মেসিকে ছেড়ে ব্রাজিলিয়ান সুপারস্টার উল্টো লক্ষ্য থেকে সড়ে গেছেন অনেকটা। গত ব্যালন ডি’অরের সেরা ৩০ জনের তালিকায়ও স্থান হয়নি নেইমারের। বার্সায় থাকতে ২০১৫ ও ২০১৭ সালের ব্যালন ডি’অরে তৃতীয় হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
তারপরও ব্রাজিলের হয়ে ব্যালন ডি’অর জেতা মিডফিল্ডার কাকা মনে করছেন, এবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে নেইমারের। এক্ষেত্রে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে।
ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতাটিতে আগের মৌসুমগুলোতে সেভাবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ নেইমার এবার ভালোই খেলছেন। শেষ ষোলোর দুই লেগেই গোল করে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন। করোনায় চ্যাম্পিয়ন্স লিগ থেমে আছে শেষ ষোলতেই। আগামী মাসে পর্তুগালের লিসবনে পুনরায় শুরু হবে টুর্নামেন্টটি। শেষ ষোলর বাকি ৪টি ম্যাচ হওয়ার পর আট দলের মিনি টুর্নামেন্টের আঙ্গিকে ম্যাচ হবে লিসবনে। লিসবনে পিএসজি কেমন করে সেটা দেখার অপেক্ষায় কাকা।
২০০৭ সালে ব্যালন ডি’অর জেতা কাকার কাছে প্রশ্ন ছিল এবারে ব্রাজিলের কোন ফুটবলার পুরস্কারটা জিততে পারেন কিনা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাকা বললেন, ‘প্রথমেই থাকবে নেইমার, সে একজন শক্ত দাবিদার। নেইমার বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। সে পুরস্কারটি পাবে কি-না, তা নির্ভর করবে পিএসজির অর্জনে তার কতটা ভূমিকা থাকবে, এর ওপর। দেখা যাক লিসবনে কী হয়।’ দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতানো কাকা মনে করেন লিগে পিএসজি চ্যাম্পিয়ন হলে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন নেইমার।
এএন/৪