দিরাইয়ে যাত্রীবাহি নৌকা ডুবে নিহত ২

দিরাই প্রতিনিধি


জুন ২৭, ২০২০
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
০৯:০০ অপরাহ্ন



দিরাইয়ে যাত্রীবাহি নৌকা ডুবে নিহত ২

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা ডুবে দুজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। একজনের বয়স ৫০-৬০ এর মধ্যে, আরেকজন ১২-১৩ বছর বয়সের শিশু । বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল।

তিনি জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে। নৌকার মালিক ধল গ্রামের সুজন মিয়া বলেও জানান তিনি।

স্থানীয়রা ও পুলিশ বলছে, তারা একই পরিবারে লোক হতে পারেন। 

সূত্র জানায়, আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় দিরাই থেকে ছেড়ে ধল যাওয়ার পথে বেলা পৌনে ১১টার দিকে উজানধল গ্রামের পাশে কালণী নদীতে যাত্রীবাহী নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। 

এএইচ/বিএ-০৮