জগন্নাথপুরে করোনায় আক্রান্ত আরও ৪ জন

জগন্নাথপুর প্রতিনিধি


জুন ২৭, ২০২০
১০:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
১০:২৭ অপরাহ্ন



জগন্নাথপুরে করোনায় আক্রান্ত আরও ৪ জন

সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন ৪ জন। এই ৪ জনের মধ্যে আছেন দুই স্বাস্থ্যকর্মী। অপর দুইজন এনজিওকর্মী। 

আক্রান্ত দুই এনজিওকর্মী পৌরশহরের সিএ মার্কেট এলাকায় বসবাস করে আসছিলেন। তবে তারা দুইজন নমুনা দিয়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন। তাদের একজনের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। আরেকজনের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলায়।

গতকাল শুক্রবার (২৬ জুন) রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর দুই এনজিওকর্মী ও জগন্নাপুরের দুই স্বাস্থ্যকর্মীসহ মোট ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জগন্নাথপুরের দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এবং অপরজন আশারকান্দি ইউনিয়নের কাকবলী গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন বলেন, নতুন আক্রান্ত চারজনের প্রতিবেদন গতকাল (শুক্রবার) রাতে আমরা পেয়েছি। এর মধ্যে দুইজন নিজ নিজ এলাকায় চলে গেছেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

 

এএ/আরআর-০১