সিলেট মিরর ডেস্ক
জুন ২৭, ২০২০
১০:৪০ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
১০:৪০ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ১০ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (আগের অ্যাপোলো হাসপাতাল) থেকে শনিবার দুপুরে তিনি বাসায় যান বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি জানিয়েছেন।
তিনি বলেন, 'করোনাভাইরাস জয় করে আজ বাণিজ্যমন্ত্রী দুপুরে হাসপাতাল থেকে ঢাকায় নিজ বাসায় ফিরেছেন। ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন বিশ্রাম নিবেন।'
তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন বলেও লতিফ জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১৭ জুন বাণিজ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএ-১০